ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুজানগরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৭ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
সুজানগরে চলছে সকাল-সন্ধ্যা হরতাল ছবি-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পাবনার সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ (এনএ কলেজ) জাতীয়করণের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

পাবনা: পাবনার সুজানগর উপজেলার নিজাম উদ্দিন আজগর আলী ডিগ্রি কলেজ (এনএ কলেজ) জাতীয়করণের দাবিতে সকাল-সন্ধ্যা হরতাল চলছে।

এনএ কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির সোমবার (২৮ নভেম্বর) এ হরতালের ডাক দেয়।

হরতালে সকাল থেকেই উপজেলার সব অফিস- ব্যাংক-বীমা, শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে।

সকালে হরতালের সমর্থনে উপজেলা সদরের প্রধান সড়কসহ বিভিন্ন সড়কে কাঠের গুঁড়ি ফেলে এবং টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয়রা।

এছাড়া বেলা ১১টার দিকে হরতালের সমর্থনে কলেজ চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক ঘুরে উপজেলা চত্বরে গিয়ে সমাবেশ করে।

কলেজ জাতীয়করণ রক্ষা কমিটির আহ্বায়ক আব্দুল মজিদ মন্টুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, সুজানগর পৌর মেয়র আব্দুল ওহাব, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহীনুজ্জামান শাহীন, কলেজের অধ্যক্ষ আব্দুল হালিম, উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল হাই প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৪৩২ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।