ঢাকা, বৃহস্পতিবার, ২৫ আশ্বিন ১৪৩১, ১০ অক্টোবর ২০২৪, ০৬ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

২৩ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯১৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
২৩ পুলিশ সদস্যকে আর্থিক অনুদান

কর্তব্যরত অবস্থায় নিহত, আহত ২৩ পুলিশ সদস্য ও তাদের পরিবারকে ৬০ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে। সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স (ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) থেকে এই অনুদান দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।

ঢাকা: কর্তব্যরত অবস্থায় নিহত, আহত ২৩ পুলিশ সদস্য ও তাদের পরিবারকে ৬০ লাখ টাকার আর্থিক অনুদান দেওয়া হয়েছে।

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে বাংলাদেশ পুলিশ, পুলিশ হেডকোয়ার্টার্স (ওয়েলফেয়ার অ্যান্ড পেনশন) থেকে এই অনুদান দেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া।


 
অনুদান প্রদান অনুষ্ঠানে ডিএমপি কমিশনার বলেন, দেশ ও জাতির সেবায় যেসব পুলিশ সদস্য তাদের মূল্যবান জীবন উৎসর্গ করেছেন তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সে সাথে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানাই।

তিনি বলেন, যারা আত্মত্যাগ করেছেন, আমরা তাদের ফিরিয়ে দিতে পারবো না। তবে তাদের পরিবারের পাশে আমরা সব সময় আছি এবং থাকবো।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডিএমপি হেডকোয়ার্টার্সের উধ্বর্তন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৫০৩ ঘণ্টা, নভেম্বর ২৮, ২০১৬
আরএটি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।