ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুরুতর আহত

গণ বিশ্ববিদ্যালয় করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১০ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
সড়ক দুর্ঘটনায় গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী গুরুতর আহত

রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে গুরুতর আহত হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র সবুজ মিয়া।

গণ বিশ্ববিদ্যালয় (সাভার): রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনার কবলে পরে গুরুতর আহত হয়েছেন গণ বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের তৃতীয় সেমিস্টারের ছাত্র সবুজ মিয়া।

রোববার (০৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে সাভারের গণ বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়কের বাইশমাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাস্তা পারাপারের সময় পেছন থেকে একটি দ্রুতগতির মোটরসাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন সবুজ। এ সময় অন্য শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে স্থানীয় গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়।
 
হাসপাতালের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসকরা জানান, সবুজের বুকের বাম পাশের হাড় ভেঙেছে। মাথায়ও সামান্য আঘাত রয়েছে। এক্সরে মেশিন না থাকায় তাকে অ্যাম্বুলেন্সযোগে পাশ্ববর্তী শেখ ফজিলাতুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পরে কর্তব্যরত চিকিৎসকরা মাথার করোটিতে আঘাত লেগে রক্তক্ষরণের চিহ্ন দেখে তাকে ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।  

বাংলাদেশ সময়: ১৮৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসআরএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।