ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৩০ বস্তা চাল আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৪, ২০১৬
সুন্দরগঞ্জে খাদ্যবান্ধব কর্মসূচির ২৩০ বস্তা চাল আটক

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৩০ বস্তা চাল পাচারের সময় আটক করেছে স্থানীয় জনগণ।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় খাদ্যবান্ধব কর্মসূচির ২৩০ বস্তা চাল পাচারের সময় আটক করেছে স্থানীয় জনগণ।

রোববার (৪ ডিসেম্বর) সন্ধ্যায় সুন্দরগঞ্জ উপজেলার কঞ্চিবাড়ি ইউনিয়নের ছিলামনি বাজার থেকে চালগুলো আটক করা হয়।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হাবিবুল আলম জানান, আটক চাল উদ্ধার করার জন্য পুলিশসহ প্রশাসনের লোক পাঠানো হয়েছে।

কঞ্চিবাড়ি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মনোয়ার আলম সরকার চাল আটকের কথা স্বীকার করে বাংলানিউজকে জানান, ইউনিয়নের ডিলার এমিল ছাদেকিন সম্রাট খাদ্যবান্ধব কর্মসূচির নভেম্বর মাসের বরাদ্দকৃত ১০ টাকা কেজি দরের ৩০ কেজির ৮৮০ বস্তা চাল উত্তোলন করেন।

তিনি আরো জানান, যথাসময়ে কিছু চাল হতদরিদ্রদের মধ্যে বিতরণ করে বাকি বস্তাগুলো গোডাউনজাত করে রাখেন। বিকেলে ডিলার সম্রাট ছিলামনি বাজারে তার নিজস্ব গোডাউন থেকে ২৩০ বস্তা চাল কালো বাজারে বিক্রির উদ্দেশে ট্রলিতে করে পাচার করছিলেন। এসময় স্থানীয়রা টের পেয়ে ট্রলিসহ চালের বস্তাগুলো আটক করে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, ডিসেম্বর ০৪, ২০১৬
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।