ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ধামরাইয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫৭ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
ধামরাইয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

ধামরাইয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হানিফ (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

ধামরাই (ঢাকা): ধামরাইয়ে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে হানিফ (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

সোমবার (০৫ ডিসেম্বর) ভোরে ধামরাই সানোরা ঝাউকা গ্রামে আশুলিয়া থানা পুলিশের সঙ্গে ডাকাতদের এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

হানিফ রাজধানীর কামাঙ্গীরচর থানার ঝালুয়া গ্রামের মৃত শামসুল হকের ছেলে।

ধামরাই থানার উপ-পরিদর্শক (এসআই) অপূর্ব দাস বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি বলেন, ভোরে আটক ডাকাত সদস্য হানিফকে নিয়ে আশুলিয়া থানার এসআই কামাল হোসেনের নেতৃতে একদল পুলিশ ধামরাইয়ের সানোরা এলাকায় অভিযান চালায়। আগে থেকে ও‍ঁৎ পেতে থাকা তার সহযোগী ডাকাত সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে। একপর্যায়ে হানিফ গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন। এসময় অন্য ডাকাতরা পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও কয়েকটি গুলির খোসা উদ্বার করা হয়।

পরে তাকে উদ্ধার করে ধামরাই স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়া থানার এসআই কামাল হোসেন বাংলানিউজকে বলেন, নিহত ডাকাত হানিফের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এছাড়া হানিফের নামে আশুলিয়াসহ আশ-পাশের থানায় ডাকাতির একাধিক মামলা রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬/ আপডেট: ১৪০৫ ঘণ্টা

এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।