ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নেতাদের মাধ্যমে সাহায্য দেবেন না !

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪৩৫ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
নেতাদের মাধ্যমে সাহায্য দেবেন না ! ছবি: কাশেম হারুন- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

দয়া করে নেতাদের মাধ্যমে সাহায্য দেবেন না। তাদের মাধ্যমে সাহায্য দেওয়া হলে ক্ষতিগ্রস্তরা পাবে না।  

ঢাকা: দয়া করে নেতাদের মাধ্যমে সাহায্য দেবেন না। তাদের মাধ্যমে সাহায্য দেওয়া হলে ক্ষতিগ্রস্তরা পাবে না।

 

রোববার (০৪ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ প্রতিবেদকের সঙ্গে আলাপকালে কথাগুলো বলছিলেন আগুনে সর্বস্ব হারানো কড়াইল বস্তির খেটে খাওয়া মানুষ।

রোববার বিকেলে অগ্নিকান্ডে রাজধানীর কড়াইল বস্তির কয়েকশ ঘরবাড়ি পুড়ে গেছে। সব কিছু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অসংখ্য মানুষ। খোলা আকাশের নিচে রাত কাটাচ্ছেন তারা।

 
ক্ষতিগ্রস্ত এসব মানুষের পাশে দাঁড়িয়েছেন অনেকে। অনেকে শুকনো খাবার দিয়েছেন এরই মধ্যে। জনপ্রতিনিধিসহ অনেকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

বস্তিবাসীর দাবি তাদের কেউ সাহায্য করলে তা যেন তাদের সরাসরি দেওয়া হয়। বস্তির কোনো নেতার মাধ্যমে যেন এসব সহায়তা বণ্টন না করা হয়।
 
কড়াই বস্তিতে ১৯ বছর ধরে থাকছেন নূর ইসলাম।

 
তিনি বাংলানিউজকে বলেন, সাহায্য নেতাদের মাধ্যমে দিলে গরীবরা পাবে না। নেতাদের মাধ্যমে কেউ যেন সাহায্য না দেন।
 
হেলেনা খাতুন নামে একজন বলেন, সরাসরি সাহায্য না দিলে এগুলো লুট হয়ে যাবে। ভাগ বাটোয়ারা হয়ে যাবে। আমরা পাবো না।
 
লাভলী বেগম বলেন, অগ্নিকাণ্ডের পর রাতে আমাদের শুকনো খাবার দেওয়া হয়েছে। সরসারি দেওয়ায় আমরা সেগুলো পেয়েছি।
 
বাংলাদেশ সময়: ১০২৭ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এমইউএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।