ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাজধানীতে পাইলিংয়ের সময় নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
রাজধানীতে পাইলিংয়ের সময় নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের পাইলিংয়ের কাজ করার সময় গলায় চাদর পেঁচিয়ে সোহেল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

ঢাকা: রাজধানীর দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের পাইলিংয়ের কাজ করার সময় গলায় চাদর পেঁচিয়ে সোহেল নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) সকাল ৭টার দিকে এ মর্মান্তিক  ঘটনা ঘটে।

নিহত সোহেলের জামালপুরের ইসলামপুর উপজেলার সেজু মিয়ার ছেলে।

দুর্ঘটনার বিষয়টি বাংলানিউজকে জানান, খিলগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জাহিদুল রহমান।

তিনি বলেন, সকালে খিলগাঁওয়ের দক্ষিণ বনশ্রী এলাকায় ভবনের পাইলিংয়ের কাজ করছিলেন সোহেল। এসময় তার গলায় থাকা চাদর মেশিনের সঙ্গে পেঁচিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়।

খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১১৪০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬

এজেডএস/এএটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।