ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কাস্ত্রোর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০৯ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
কাস্ত্রোর মৃত্যুতে মন্ত্রিসভায় শোক প্রস্তাব ছবি: পিআইডির সৌজন্যে

কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা। সোমবার (০৫ ডিসেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়।

ঢাকা: কিউবার বিপ্লবী নেতা ও সাবেক প্রেসিডেন্ট ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ করেছে মন্ত্রিসভা।

সোমবার (০৫ ডিসেম্বর) সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এ প্রস্তাব গ্রহণ করা হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের এ কথা জানান।

তিনি বলেন, কিউবার প্রয়াত নেতা ও মহান বিপ্লবী ফিদেল কাস্ত্রোর মৃত্যুতে গভীর শোক জানিয়েছে মন্ত্রিসভা। সর্বসম্মতিক্রমে এ শোক প্রস্তাব গৃহীত হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
আরএম/এমএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।