ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রেজাউল অ্যাপারেলসের শ্রমিকদের পক্ষে ৩ দফা দাবি পেশ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯০৩ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
রেজাউল অ্যাপারেলসের শ্রমিকদের পক্ষে ৩ দফা দাবি পেশ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

রাজধানীর মিরপুর-২ এর রেজাউল অ্যাপারেলসের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে তাদের পক্ষে কারখানাটির মালিকের কাছে ৩ দফা দাবি উত্থাপন করেছেন বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন আহমেদ।

ঢাকা: রাজধানীর মিরপুর-২ এর রেজাউল অ্যাপারেলসের শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের দাবিতে তাদের পক্ষে কারখানাটির মালিকের কাছে ৩ দফা দাবি উত্থাপন করেছেন বাংলাদেশ বিপ্লবী গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের সভাপতি সালাউদ্দিন আহমেদ।

সোমবার (৫ ডিসেম্বর) বেলা ২টায় গার্মেন্টসের সামনে শ্রমিকদের সঙ্গে নিয়ে তিনি এ দাবি উত্থাপন করেন।

এর আগে সকাল ৭টা থেকে বেতন-ভাতার দাবিতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে বেশ কয়েক শ্রমিক আহত হন। এদের মধ্যে সোনিয়া ও মাহফুজকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সালাউদ্দিন বলেন, শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার বিষয়ে মালিক পক্ষ যে সিদ্ধান্ত নিয়েছিলো তা পরিশোধ করতে হবে।

এ বিষয়ে আজকের দিনের মধ্যেই সিদ্ধান্ত দিবে হবে।

আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের সকল চিকিৎসার খরচ গার্মেন্টস মালিককে বহন করতে হবে।

তিনি বলেন, আজকের মধ্যে যদি সিদ্ধান্ত না দেওয়া হয় তাহলে আমরা এখানেই অবস্থান করবো। বেতন-বোনাস না দেওয়া হলে ওই জায়গাকে অচল করে দেওয়া হবে।   শ্রমিকদের কোনো দোষ নেই, সব দোষ মালিক পক্ষের। বেতন দেওয়ার কথা বলে ও গেটে তালা ঝুলানো হয়েছে। আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।  

তিনি বলেন, বিজিএমইএ’এর নেতাকর্মীর ঘটনাস্থলে আসছেন। তাদের সঙ্গে বৈঠকে বিষয়টি আলোচনা করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৬ ঘণ্টা, ডিসেম্বর ০৫,২০১৬
এসজেএ/বিএস

**রাজধানীতে শ্রমিক-পুলিশ সংঘর্ষে আহত ২

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।