ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

পিরোজপুর পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত করার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
পিরোজপুর পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত করার দাবিতে মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত করার দাবিতে পিরোজপুর জেলা শহরে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

পিরোজপুর: পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস দুর্নীতিমুক্ত করার দাবিতে পিরোজপুর জেলা শহরে মানববন্ধন ও স্মারকলিপি দেওয়া হয়েছে।

 

 
সোমবার (০৫ ডিসেম্বর) দুপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক) পাসপোর্ট অফিসের সামনে এ আয়োজন করে।

মানববন্ধনে সুজন- সুশাসনের জন্য নাগরিক, উদীচী শিল্পী গোষ্ঠী, বেসরকারি সংস্থা গণ উন্নয়ন সমিতি, ওয়ার্ল্ড ভিশন, উপক, পিডিএফ, উত্তরায়ন যুব সংঘ এবং মাদারীপুর লিগ্যাল এইড অ্যাসোসিয়েশন অংশ নেয়।
 
এ সময় বক্তব্য রাখেন- সনাক সভাপতি অ্যাডভোকেট এম এ মান্নান, সুজন সভাপতি ও জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মুনিরুজ্জামান নাসিম, সনাক সহ সভাপতি অ্যাডভোকেট শহিদুল্লাহ খান, পিরোজপুর গণ উন্নয়ন সমিতির নির্বাহী পরিচালক জিয়াউল আহসান, মহিলা পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি মাতোয়ারা বেগম, প্রেসক্লাবের সাবেক সভাপতি এ কে আজাদ, ডাক দিয়ে যাই এর সমন্বয়কারী উজ্জ্বল কুমার দত্ত প্রমুখ।
 
বক্তারা বলেন, পাসপোর্ট অফিসে যারা সেবা নিতে আসেন তাদের অধিকাংশই সাধারণ মানুষ। কিন্তু এক শ্রেণীর কর্মকর্তাদের কারণে এসব মানুষ নানাভাবে হয়রানির শিকার হন। এ সময় বক্তারা অবিলম্বে দুর্নীতি বন্ধের দাবি জানান।

মানববন্ধনের শেষ পর্যায়ে পিরোজপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসের উপ সহকারী পরিচালক মো. খয়রাত হোসেন সেখানে উপস্থিত হয়ে তাদের অবস্থান ব্যখ্যা করেন।  

পরে স্বরাষ্ট্রমন্ত্রী, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বরাবর ও পিরোজপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।