ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বাকৃবিতে উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা

বাকৃবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১১ ঘণ্টা, ডিসেম্বর ৫, ২০১৬
বাকৃবিতে উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নদী, পানি ও জলজ সম্পদ ব্যবহার করে আগামী ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বাকৃবি (ময়মনসিংহ): বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) নদী, পানি ও জলজ সম্পদ ব্যবহার করে আগামী ১০০ বছরের উন্নয়ন পরিকল্পনা বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (০৫ ডিসেম্বর) কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদীয় সম্মেলন কক্ষে ‘কনসালটেশন ওয়ার্কশপ অন বাংলাদেশ ডেল্টা প্ল্যান ২১০০’ শীর্ষক কর্মশালাটি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ প্ল্যানিং কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কর্মশালায় আগামী ২১০০ সালের মধ্যে দেশের নদী, মৎস্য সম্পদ, কৃষি সম্পদ ও পানির সর্বোত্তম ব্যবহার করে কীভাবে বাংলাদেশের উন্নয়ন নিশ্চিত করা সম্ভব এ ব্যাপারে আলোচনা করা হয়।

কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. কুদ্দুছের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন-পরিকল্পনা কমিশনের সাধারণ অর্থনীতি বিভাগের সিনিয়র সদস্য অধ্যাপক ড. শামসুল আলম এবং প্রধান পৃষ্ঠপোষক হিসেবে ছিলেন-বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. মো. আলী আকবর।
বিশেষ অতিথি ছিলেন- বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড. আবুল কালাম আজাদ।

বাংলাদেশ সময়: ১৮০৫ ঘণ্টা, ডিসেম্বর ০৫, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।