ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

সুন্দরগঞ্জে ১০ টাকা কেজির চাল বিতরণ না করায় মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
সুন্দরগঞ্জে ১০ টাকা কেজির চাল বিতরণ না করায় মানববন্ধন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজির চাল বিতরণ না করায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে কার্ডধারীরা।

গাইবান্ধা: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় ১০ টাকা কেজির চাল বিতরণ না করায় মানববন্ধন ও বিক্ষোভ করেছে কার্ডধারীরা।

 

বুধবার (৭ ডিসেম্বর) সকালে উপজেলার শ্রীপুর ইউনিয়নের ধর্মপুর বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানবন্ধনে বক্তব্য রাখেন- ফিরোজ কবির, নরুল ইসলাম ও ময়তন নেছা প্রমুখ।

বক্তারা বলেন, উপজেলার মাঠেরহাটের ডিলার শফিউল ইসলাম ও বরুয়ারহাটের নিলুফার ইয়াছমিন সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর এ তিন মাসের মধ্যে দুই মাসের চাল বিতরণ করেছেন। কিন্তু ডিলাররা এক হাজার ৯৯২ জন সুবিধাভোগী কার্ডধারীদের কাছ থেকে তিন মাসের স্বাক্ষর ও কার্ড জমা নেন। কার্ডধারীরা আরও এক মাসের চাল পাওয়ার কথা বললে ডিলাররা তাদের হুমকি দেন।

এসময় বক্তরা অবিলম্বে আরও এক মাসের চাল কার্ডধারীদের নিকট বিতরণ ও তাদের কার্ড ফেরত দেওয়াসহ দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
বিএসকে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।