ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

হাজারীবাগে কিশোর রাজু হত্যা মামলায় গ্রেফতার ১

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
হাজারীবাগে কিশোর রাজু হত্যা মামলায় গ্রেফতার ১

হাজারীবাগ এলাকায় চাঞ্চল্যকর কিশোর রাজু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এস কে বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ঢাকা: হাজারীবাগ এলাকায় চাঞ্চল্যকর কিশোর রাজু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি এস কে বাবুকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৭ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে হাজারীবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর আলিমুজ্জামান বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দুপুরে বাবুকে গ্রেপ্তার করা হয়েছে। বাবু কিশোর রাজু হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি।

মোবাইল চুরির অভিযোগে গত ‍ ১৭ আগস্ট রাজধানীর হাজারীবাগের গণকটুলী লেনে রাজা (১৭) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগে উঠে ছাত্রলীগ নেতা আরজুর বিরুদ্ধে।

এ ঘটনায় পরদিন বিকেলে অভিযান চালিয়ে তিনজনকে আটক করে পুলিশ। পরে রাতে ছাত্রলীগ নেতা আরজুকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি মামলা দায়ের করেন নিহতের বোন রেশমা আকতার শাবানা।

আরজুকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। পরে তাকে নিয়ে বাকি আসামিদের ধরতে গেলে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয় আরজু।

বাংলাদেশ সময়: ১৪৪৯ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
পিএম/জিপি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।