ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় ট্রলার ডুবে ৪ জেলে আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
ভোলায় ট্রলার ডুবে ৪ জেলে আহত

ভোলার মনপুরার অদ‍ূরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলেদের ট্রলার ডুবে চার জেলে আহত হয়েছেন।

ভোলা: ভোলার মনপুরার অদ‍ূরে মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের ধাক্কায় জেলেদের ট্রলার ডুবে চার জেলে আহত হয়েছেন।

বুধবার (০৭ ডিসেম্বর) মেঘনার ভাসন ভাঙন চর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন- তজুমদ্দিন উপজেলার আবদুস সাত্তার মাঝি, আবদুল আলী, নজরুল ইসলাম ও শফিক।

আহত সাত্তার মাঝি বাংলানিউজকে জানান, ভোরে মেঘনার ভাসনভাঙার চর এলাকায় তারা মাছ শিকার করছিলেন। এ সময় হাতিয়াগামী যাত্রীবাহী একটি লঞ্চ তাদের ট্রলারে ধাক্কা দিলে ট্রলারটি ডুবে যায়। এসময় ট্রলারে থাকা চার জেলে নদীতে লাফ দেয়। পরে নদীতে থাকা অন্য জেলেরা তাদের উদ্ধার করে রামনেওয়াজ ঘাটে নিয়ে এসে প্রাথমিক চিকিৎসা দেন।

মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
এনটি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।