ঢাকা, বুধবার, ২৪ আশ্বিন ১৪৩১, ০৯ অক্টোবর ২০২৪, ০৫ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

জানুয়ারিতে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর নির্মাণকাজ শুরু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩২৪ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৬
জানুয়ারিতে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর নির্মাণকাজ শুরু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

২০১৭ সালের জানুয়ারিতে খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনী নদীর ওপর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর নির্মাণকাজ।

খাগড়াছড়ি: ২০১৭ সালের জানুয়ারিতে খাগড়াছড়ির রামগড় উপজেলার সীমান্তবর্তী ফেনী নদীর ওপর শুরু হচ্ছে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ এর নির্মাণকাজ।

বুধবার (৭ ডিসেম্বর) দুপুরে বাংলাদেশ সড়ক ও জনপদ অধিদপ্তরের আয়োজনে রামগড় পৌরসভার সম্মেলন কক্ষে দু’দেশের প্রতিনিধি দল সেতুর স্থান পরিদর্শন শেষে এক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্তের কথা জানান।

এর আগে বাংলাদেশের ৬ সদস্যের দলের নেতৃত্ব দেন সড়ক ও জনপথ অধিদপ্তরের চট্টগ্রাম এডিশনাল চিফ ইঞ্জিনিয়ার বিধান চন্দ্র ধর ও ভারতের সাব্রুম আন্ডার সেক্রেটারি সঞ্জয় রঞ্জনের নেতৃত্বে ৮ সদস্যের প্রতিনিধি দল রামগড়ের মহামুনী-ত্রিপুরার সাব্রুম এলাকায় স্থলবন্দর সেতু নির্মাণ স্থল পরিদর্শন করেন।

এছাড়া জেলা ও উপজেলার স্থানীয় প্রশাসনের বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকরা পরিদর্শন ও সভাস্থলে উপস্থিত ছিলেন।  

সভা শেষে বিধান চন্দ্র ধর সাংবাদিকদের জানান, দু’দেশের উচ্চ পর্যায়ের সিদ্ধান্তের আলোকে ২০১৯ সালে নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা নিয়ে ভারতীয় অর্থায়নে ফেনী নদীর ওপর ৪১২ মিটার দৈর্ঘ্যের সংযোগ সেতুটি নির্মাণ কাজ সম্পন্ন করা হবে।

ভারতের ত্রিপুরা রাজ্যের পিডব্লিউডির সড়ক বিভাগের চিফ ইঞ্জিনিয়ার দীপক চন্দ্র দাস বাংলানিউজকে জানান, চূড়ান্ত সীমানা নির্ধারণে ১৩ ডিসেম্বর (সোমবার) দু’দেশের প্রতিনিধিদের সমন্বয়ে একটি সার্ভে টিম আনুষ্ঠানিকভাবে সেতু নির্মাণ এলাকায় কাজ করবে।

গত বছর ৬ জুন ঢাকা সফরে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক আনুষ্ঠানিকতায় ফেনী নদীর ওপর রামগড়-সাব্রুম মৈত্রী সেতু-১ এর ভিত্তিপ্রস্তর প্রতিস্থাপন উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৯২৩ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৬
আরবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।