ঢাকা, বুধবার, ২৭ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৪৫ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
রাজধানীতে ভবন থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

রাজধানীর ক্যান্টনমেন্ট বালুরঘাট মাটিকাটা এলাকায় ভবন থেকে পড়ে হারুন মিয়া (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

ঢাকা: রাজধানীর ক্যান্টনমেন্ট বালুরঘাট মাটিকাটা এলাকায় ভবন থেকে পড়ে হারুন মিয়া (৫৫) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন।

শনিবার (১০ ডিসেম্বর) বেলা ১২টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসাপাতালে তার মৃত্যু হয়।

নিহত হারুন মিয়ার গ্রামের বাড়ি নোয়াখালীতে।

নিহত শ্রমিকের সহকর্মী ধলু মিয়া বাংলানিউজকে জানান, সকালে ওই এলাকার ১০ তলার একটি ভবনের নয় তলায় কাজ করছিলেন হারুন। এ সময় অসাবধানতাবশত হারুন নয় তলা থেকে পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিলে দুপুর ১২টার দিকে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত শ্রমিকের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান ঢামেক পুলিশ বক্স উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া।

বাংলাদেশ সময়: ১২৪৩ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬

এজেডএস/এএটি/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।