গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাল্যবিয়ের আসর থেকে বর নুহিন মিয়াকে (২২) আটক করে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
একই সঙ্গে বরের দুলাভাই, কনের মামা ও মামীর কাছ থেকে এক হাজার টাকা করে জরিমানা আদায় করা হয়।
শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তোফাজ্জল হোসেন এ দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্ত নুহিন মিয়া জেলার সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের যোগীবাড়ী গ্রামের নুরুজ্জামান সরকারের ছেলে।
পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তোফাজ্জল হোসেন বাংলানিউজকে জানান, সাদুল্যাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের মহিপুর গ্রামের ছাবেদ আলীর কিশোরী মেয়ের (১৫) সঙ্গে নুহিন মিয়ার বিয়ে ঠিক হয়। বিয়ে সম্পন্নের জন্য তারা পলাশবাড়ী উপজেলা সদরের মেয়ের মামা বাড়ি নুনিয়াগাড়ী গ্রামে আসে। বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে শুক্রবার (০৯ ডিসেম্বর) রাতে ওই বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় ওই বাড়ি থেকে বর নুহিন মিয়া, বরের দুলাভাই মতিয়ার রহমান, মেয়ের মামা ছাইদুর রহমান ও তার স্ত্রী জোবেদাকে আটক করে থানায় নিয়ে আসা হয়। পরে রাতেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে বর নুহান মিয়াকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও একই সঙ্গে মতিয়ার রহমান, ছাইদুর রহমান ও জোবেদার কাছ থেকে এক হাজার টাকা করে তিন হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, দণ্ডপ্রাপ্ত নুহিন মিয়াকে শনিবার (১০ ডিসেম্বর) সকালে জেলা কারাগারে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
পিসি/