ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

কুমিল্লায় মাদকসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪১ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
কুমিল্লায় মাদকসহ বিভিন্ন চোরাই পণ্য উদ্ধার

কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ এর সদস্যরা।

কুমিল্লা: কুমিল্লায় পৃথক অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন ধরনের চোরাই পণ্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-১০ এর সদস্যরা।

শনিবার (১০ ডিসেম্বর) দুপুরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল শুক্রবার রাত ১০টার দিকে কুমিল্লা সদরের রামধনপুর এলাকায় অভিযান চালায়।

এ সময় পরিত্যক্ত অবস্থায় ১০ বোতল হুইস্কি ও ১০ হাজার পিস অবৈধ স্টেরয়েড ট্যাবলেট উদ্ধার করা হয়। এছাড়া কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৩৬ বোতল হুইস্কি, ৪০ বোতল ফেনসিডিল, ১২টি থ্রি-পিস, নয়টি শাল ও দুই হাজার ১৪০ বোতল ওষুধ উদ্ধার করা হয়।

উদ্ধার করা মাদক কুমিল্লা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে এবং অন্যান্য পণ্য কাস্টমস অফিসে জমা দেওয়া হয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।  

বাংলাদেশ সময়: ১৭৪০ ঘণ্টা, ডিসেম্বর ১০, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।