ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিষখালীতে কারেন্ট জাল, জাটকা ও সুন্দরী কাঠসহ আটক ৩৩

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
বিষখালীতে কারেন্ট জাল, জাটকা ও সুন্দরী কাঠসহ আটক ৩৩

নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্টজাল ব্যবহার, জাটকা নিধন ও সুন্দরী কাঠ কাটায় ৩৩ জনকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা।

পাথরঘাটা (বরগুনা): নিষেধাজ্ঞা অমান্য করে কারেন্টজাল ব্যবহার, জাটকা নিধন ও সুন্দরী কাঠ কাটায় ৩৩ জনকে আটক করেছে পাথরঘাটা কোস্টগার্ড সদস্যরা।

 

বুধবার (১৪ ডিসেম্বর) ভোরে বিষখালী নদীর মোহনায় পৃথক অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ তাদের আটক করা হয়।

এ সময় ওই চার ট্রলার থেকে প্রায় সাত হাজার জাটকা, ১৭০ পিস সুন্দরী কাঠ ও বিপুল কারেন্ট জাল জব্দ করা হয়।

 

আটক ট্রলারগুলো হলো-এফবি আবদুল্লাহ, এফবি মায়ের দোয়া, এফবি আসমা এবং অপরটির নাম নেই।

ওই ট্রলারগুলোর মালিকসহ আটক ৩৪ জেলের বাড়ি বরগুনার পাথরঘাটা ও তালতলী উপজেলা এবং পিরোজপুর জেলার বিভিন্ন এলাকায়।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার সাব লেফটেন্যান্ট হাসানুর রহমান বাংলানিউজকে জানান, বিষখালী নদীর মোহনায় পৃথক অভিযান চালিয়ে চারটি ট্রলারসহ ৩৩ জনকে আটক করা হয়। এদের মধ্যে ছয়জন সুন্দরী কাঠ পাচারকারী।

পরে ওইসব ট্রলারে তল্লাশি চালিয়ে প্রায় সাত হাজার জাটকা, ১৭০ পিস সুন্দরী কাঠ এবং কারেন্টজাল ও ছোট ফাঁস জালসহ প্রায় এক লাখ ২০ হাজার মিটার জাল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, আটক সবাইকে ভ্রাম্যমাণ আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। উদ্ধার করা জাটকাগুলো এতিমখানায় বিরতণ করা হয়।

বাংলাদেশ সময়: ১১৩৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।