ঢাকা, মঙ্গলবার, ২৩ আশ্বিন ১৪৩১, ০৮ অক্টোবর ২০২৪, ০৪ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএসএমএমইউ’র শ্রদ্ধাঞ্জলি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
শহীদ বুদ্ধিজীবী দিবসে বিএসএমএমইউ’র শ্রদ্ধাঞ্জলি ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

ঢাকা: রাজধানীর মিরপুরে বুদ্ধিজীবী স্মৃতিসৌধে পুষ্পস্তবক অপর্ণ করে শহীদদের শ্রদ্ধা জানিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।

দিবসটি উপলক্ষে বুধবার (১৪ ডিসেম্বর) সকাল ৮টায় এ কর্মসূচি পালন করা হয়।

এর আগে সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ে জাতির জনকের ম্যুরালে শ্রদ্ধা জানানো হয়।

এসব কর্মসূচিতে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কামরুল হাসান খান।

উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের সম্মানিত প্রো-ভাইস চ্যান্সেলর (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. শহীদুল্লাহ সিকদার, প্রো-ভাইস-চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, রেজিস্ট্রার অধ্যাপক ডা. এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) ব্রি. জেনারেল মো. আব্দুল্লাহ আল হারুন, পরিচালক (অর্থ ও হিসাব) ছিদ্দিকুর রহমান, নাক-কান-গলা বিভাগের অধ্যাপক ডা. জহিরুল হক সাচ্চু প্রমুখ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বাংলাদেশ সময়: ১২১২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৬
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।