ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

বিজয় দিবসে পুস্তক সোহার্দ্য পাঠাগারের পুরস্কার বিতরণ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৬ ঘণ্টা, ডিসেম্বর ১৬, ২০১৬
বিজয় দিবসে পুস্তক সোহার্দ্য পাঠাগারের পুরস্কার বিতরণ

বগুড়ার শেরপুর উপজেলায় পুস্তক সোহার্দ্য পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবসের ওপর আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

বগুড়া: বগুড়ার শেরপুর উপজেলায় পুস্তক সোহার্দ্য পাঠাগারের উদ্যোগে মহান বিজয় দিবসের ওপর আলোচনা সভা, কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
 
শুক্রবার (১৬ ডিসেম্বর) দুপুরে শেরপুর শহীদিয়া আলিয়া মাদ্রাসায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সন্ধ্যা নাগাদ চলে অনুষ্ঠান।
 
শেরপুর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর ফিরোজ আহম্মেদ জুয়েলের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাওলানা হাফিজুর রহমান।  
 
এছাড়াও অনুষ্ঠানে সহকারী অধ্যাপক শাহাদৎ হোসেন, ব্যবসায়ী জুয়েল আকন্দ, আব্দুর রাজ্জাক, সাইফুল ইসলাম, শাহিনুজ্জামান শাহিন, আহম্মেদ বশির, পাঠাগারের প্রতিষ্ঠাতা তানভীর হাসান, সভাপতি ফাহমিদ হাসান আশিক প্রমুখ বক্তব্য রাখেন।
 
পরে মহান বিজয় দিবসের ওপর রচনা ও কবিতা নিয়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশ নেন।  
 
শেষে অতিথিরা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।  
 
বাংলাদেশ সময়: ০১২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
এমবিএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।