ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নলডাঙ্গায় খাস জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯২৫ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
নলডাঙ্গায় খাস জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

নাটোরের নলডাঙ্গা উপজেলার কোঁচকুড়ি গ্রামে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সামাদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ অন্তত সাত জন আহত হয়েছেন।

নাটোর: নাটোরের নলডাঙ্গা উপজেলার কোঁচকুড়ি গ্রামে খাস জমি দখল নিয়ে দুই পক্ষের সংঘর্ষে আব্দুস সামাদ মোল্লা (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেনসহ অন্তত সাত জন আহত হয়েছেন।

শনিবার (১৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত সামাদ মোল্লা উপজেলার চাঁদপুর গ্রামের মৃত হাকিম মোল্লার ছেলে।

আহত দুই জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও পাঁচ জনকে নাটোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল বাংলানিউজকে জানান, চাঁদপুর গ্রামের ওছিম উদ্দিনের ছেলে কামরুল ইসলাম ও নজরুল ইসলাম কুঁচকুড়ি গ্রামের ৩২ বিঘার একটি খাস জলাশয় জমি দখল নিতে যান। এসময় ভ‍ূমিহীনরা বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বাধে। এতে এক জন নিহত ও সাত জন আহত হন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়ে এখনও কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৫২০ ঘণ্টা, ডিসম্বের ১৭, ২০১৬
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।