ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬
রমেকে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

রংপুর: রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে রমেকে হাসপাতালের পরিচালকের কক্ষে কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আন্দোলনকারীদের সমঝোতা বৈঠকে সাতদিনের জন্য কর্মসূচি স্থগিতের ঘোষণা দেন ইন্টার্ন চিকিৎসক পরিষদের নেতারা।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) থেকে তারা এ ধর্মঘট শুরু করেন। লাগাতার কর্মবিরতির কারণে সাধারণ রোগীদের চিকিৎসা সেবা ব্যাহত হয়ে পড়ে।

কর্মবিরতি প্রত্যাহার করে ইন্টার্ন চিকিৎসকরা কাজে ফিরছেন বলে নিশ্চিত করেছেন অধ্যক্ষ।

সোমবার রাতে ইন্টার্ন চিকিৎসকদের একাংশের নেতা ফারহান ও উত্তমের নেতৃত্বে ডা. মিলন ছাত্রাবাসে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও পরিষদের সভাপতি সভাপতি মাহফুজুল হক তালুকদার রাকিব ও তৃতীয় বর্ষের শিক্ষার্থী রাসেলকে কুপিয়ে জখম করেন। এর প্রতিবাদে কর্মবিরতি পালন শুরু করেন ইন্টার্ন চিকিৎসকরা।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৬

এএটি/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।