ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

নালিতাবাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
নালিতাবাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ে ওরিয়েন্টেশন কর্মশালা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

শেরপুরের নালিতাবাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শেরপুর: শেরপুরের নালিতাবাড়ীতে তথ্য অধিকার আইন বিষয়ক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার হাবিব কমপ্লেক্সের সনাক কার্যালয়ে স্বচ্ছতার জন্য নাগরিক (স্বজন) এর আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।



এতে সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ অংশ নেন।

সনাক সভাপতি জোবায়দা হাবিবের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- টিআইবি’র প্রোগ্রাম ম্যানেজার মো. আতিক, সাংবদিক সামেদুল ইসলাম তালুকদার, মান্নান সোহেল, জাহাঙ্গীর আলম তালুকদার, মনিরুল ইসলাম, আল-হেলাল, মনজুরুল আহসান, আব্দুল মোমেন ও বিপ্লব দে কেটু প্রমুখ।

কর্মশালায় সমন্বয়কের দায়িত্ব পালন করেন টিআইবি’র স্থানীয় এ্যারিয়া ম্যানেজার আতিকুর রহমান সুমন।

বাংলাদেশ সময়: ১৫৩২ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এজি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।