ঢাকা, সোমবার, ২২ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচনে কামরুল জয়ী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
ময়মনসিংহ পল্লীবিদ্যুৎ সমিতির নির্বাচনে কামরুল জয়ী

ময়মনসিংহের মুক্তাগাছা পল্লীবিদ্যুৎ সমিতি-১’র পরিচালক পদে কামরুল ইসলাম (ছাতা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

ময়মনসিংহ: ময়মনসিংহের মুক্তাগাছা পল্লীবিদ্যুৎ সমিতি-১’র পরিচালক পদে কামরুল ইসলাম (ছাতা) প্রতীক নিয়ে বিজয়ী হয়েছেন।

তিনি ৬১১ ভোট  পেয়ে নির্বাচিত হয়েছে।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. হারুন অর রশিদ (চেয়ার) প্রতীক নিয়ে পেয়েছেন ৪৪৯ ভোট।

সোমবার (১৯ ডিসেম্বর) মুক্তাগাছা পৌরসভা, কুমারগাতা, বাঁশাটি ও খেরুয়াজানী ইউনিয়ন মিলে ৪নং এলাকায় পরিচালক পদে নির্বাচন অনুষ্ঠিত হয়।

কিশোরগঞ্জ পল্লী বিদ্যু‍ৎ সমিতির নির্বাহী প্রকৌশলী অসিত কুমার বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেন।

নির্বাচনে মোট ভোটারের সংখ্যা ছিল ৭ হাজার ৯৪৬ জন। সংশ্লিষ্টরা জানান, এ নির্বাচনে ভোটারের উপস্থিতি ছিল একেবারেই কম।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, ডিসেম্বর ১৯, ২০১৬
এমএএএম/বিএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।