ঢাকা, সোমবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৭ অক্টোবর ২০২৪, ০৩ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘চায়ের আমন্ত্রণে ডিবি কার্যালয়ে মোশরেফা মিশু’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০২ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬
‘চায়ের আমন্ত্রণে ডিবি কার্যালয়ে মোশরেফা মিশু’

আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ চলছে সে বিষয়টি সমাধানের জন্য নারী নেত্রী মোশরেফা মিশু চায়ের আমন্ত্রণে ডিবি কার্যালয়ে এসেছেন।

ঢাকা: আশুলিয়ার গার্মেন্টস শ্রমিকদের মধ্যে যে অসন্তোষ চলছে সে বিষয়টি সমাধানের জন্য নারী নেত্রী মোশরেফা মিশু চায়ের আমন্ত্রণে ডিবি কার্যালয়ে এসেছেন।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে তিনি ডিবি কার্যালয়ে আসেন।

বাংলানিউজকে বিষয়টি জানান, পুলিশের কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম।

তিনি বলেন, গার্মেন্টস শ্রমিকদের অসন্তোষ সমাধানের জন্য তাকে ডিবি কার্যালয়ে চায়ের দাওয়াত দেওয়া হয়েছিলো। তিনি এসেছেন। তার সঙ্গে এ বিষয়ে আলোচনা করছেন ডিবি কর্মকর্তারা।

তাকে কোনো গ্রেফতার বা আটক করা হয়নি বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

এদিকে গণতান্ত্রিক বিপ্লবী পার্টির কেন্দ্রীয় নেতা শহিদুল ইসলাম সবুজ বাংলানিউজকে বলেন, বেলা পৌনে ১১টার দিকে আশুলিয়ার পোশাক কারখানার আন্দোলন নিয়ে রাজধানীর তোপখান‍া রোডের নির্মল সেন মিলনায়তনে সংবাদ সম্মেলন হওয়া কথা ছিলো। ওই সংবাদ সম্মেলন যোগ দিতে আসলে মিশুকে আটক করে ডিবি পুলিশ।

বাংলাদেশ সময়: ১২৫৬ ঘণ্টা, ডিসেম্বর ২২, ২০১৬

এসকে/এসজেএ/এএটি/বিএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ