ঢাকা, রবিবার, ২১ আশ্বিন ১৪৩১, ০৬ অক্টোবর ২০২৪, ০২ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘মা বের হয়ে আসো, আত্মসর্মপণ করো’

বাংলানিউজ টিম | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
‘মা বের হয়ে আসো, আত্মসর্মপণ করো’ জঙ্গি আস্তানার সামনে পুলিশের অবস্থান-ছবি: জিএম মুজিবুর-বাংলানিউজটোয়েন্টিফোর.কম

‘মা বের হয়ে আসো। কেউ কিছু করবে না। আত্মসর্মপণ করো’। আত্মসমর্পণের জন্য মাইকে মেয়ের প্রতি এভাবেই আহ্বান জানান আত্মসমর্পণকারী নারী জঙ্গি জেবুন্নেসার মা। নির্ভরযোগ্য একটি পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।

ঢাকা: ‘মা বের হয়ে আসো। কেউ কিছু করবে না।

আত্মসর্মপণ করো’। আত্মসমর্পণের জন্য মাইকে মেয়ের প্রতি এভাবেই আহ্বান জানান আত্মসমর্পণকারী নারী জঙ্গি জেবুন্নেসার মা। নির্ভরযোগ্য একটি পুলিশ সূত্র এ তথ্য জানিয়েছে।

রাজধানীর দক্ষিণখানে আত্মসমর্পণকারী জঙ্গি জেবুন্নেসাকে আত্মসমর্পণে সাহায্য করেন তার মা। তবে তার নাম জানা যায়নি।  

সূত্র জানায়, সকাল সাড়ে ৭টার দিকে জঙ্গিদের আত্মসমর্পণের জন্য পুলিশ মাইকিং করে। ওই সময় জঙ্গি জেবুন্নেসার মা নিজেই মাইকিং করে মেয়েকে আত্মসর্মপণের জন্য আহ্বান জানান।

মাইকিং করে জেবুন্নেসার মা বলেন, মা বের হয়ে আসো। কেউ কিছু করবে না। আত্মসর্মপণ করো।  

এর আগে মা ও ভাইকে পুলিশ তাদের বাসা থেকে নিয়ে আসেন বলে জানায় সূত্র।  

এদিকে ভেতরে অবস্থানকারী তিন জঙ্গি সুইসাড ভেস্ট ‍পরিহিত অবস্থায় রয়েছেন বলে জানিয়েছে সূত্র। এর মধ্যে একজন নারী, আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরির ১৪ বছর বয়সী ছেলে আফিফ আদেরিও রয়েছেন। অপরজনের বিষয়ে কিছু জানা যায়নি।

** ‘ভেতরে ৩ জঙ্গি, দফায় দফায় আত্মসর্মপণের জন্য কথা হয়’
** ‘ভেতর থেকে গ্রেনেড বিস্ফোরণের হুমকি দেওয়া হচ্ছে’
** দক্ষিণখানে জঙ্গি আস্তানায় অভিযান চলছে
**  জঙ্গিদের আত্মসমর্পনের আহ্বান পুলিশের, সাড়া নেই
** ভেতরে দুই নারী জঙ্গি, শিশুও থাকতে পারে
** জঙ্গিদের জীবিত ধরার চেষ্টা আশকোনায়
** দুই নারী জঙ্গির আত্মসমর্পণ

বাংলাদেশ সময়: ১১২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
এসজেএ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।