ঢাকা, মঙ্গলবার, ২৪ আষাঢ় ১৪৩১, ০৯ জুলাই ২০২৪, ০১ মহররম ১৪৪৬

জাতীয়

রংপুরে সাংবাদিক উৎস হত্যার বিচার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
রংপুরে সাংবাদিক উৎস হত্যার বিচার দাবি রংপুরে সাংবাদিক উৎস হত্যার বিচার দাবি

রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

রংপুর: রংপুর থেকে প্রকাশিত দৈনিক যুগের আলোর সিনিয়র স্টাফ রিপোর্টার মশিউর রহমান উৎস হত্যার বিচার দাবিতে মানববন্ধন করা হয়েছে।

শনিবার (২৪ ডিসেম্বর) দুপুরে রংপুর প্রেসক্লাবের সামনে স্থানীয় সাংবাদিকসহ বিভিন্ন পেশার মানুষ এতে অংশ নেন।

প্রেসক্লাব সভাপতি সদরুল আলম দুলুর নেতৃত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন- নিহত সাংবাদিক উৎসের মা নুরজাহান বেগম, প্রেসক্লাব সেক্রেটারি আলী আশরাফ, সাংবাদিক লিয়াকত আলী বাদল, আবু তালেব, রফিক সরকার, সরকার মাজহারুল মান্নান, নজরুল মৃধা প্রমুখ।

বক্তারা জানান, দীর্ঘ একবছর পরেও সাংবাদিক উৎস হত্যাকাণ্ডের কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এতে সাংবাদিকরা ক্ষুদ্ধ ও মর্মাহত। সাতদিনের মধ্যে এ হত্যাকাণ্ডের দৃশ্যমান অগ্রগতি না হলে প্রয়োজনে প্রশাসনের সব সংবাদ বর্জন করার মতো কর্মসূচি দেওয়া হতে পারে।

২০১৫ সালের ২৪ ডিসেম্বর রাতে সাংবাদিক উৎসকে অফিস থেকে ডেকে নিয়ে মাথায় বেধড়ক কুপিয়ে নির্মমভাবে হত্যা করে গাছের সঙ্গে ঝুলিয়ে রাখে দুর্বৃত্তরা।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৬
আরআইএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।