ঢাকা, শনিবার, ৭ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ নভেম্বর ২০২৪, ২১ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

পুষ্টি চাহিদা পূরণে পশু খামারের সংখ্যা বাড়াতে হবে

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
পুষ্টি চাহিদা পূরণে পশু খামারের সংখ্যা বাড়াতে হবে

মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পুষ্টি চাহিদা পূরণে পশু খামারের সংখ্যা আরো বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে প্রাণিসম্পদের সমস্যা সমাধানে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে।

রাজশাহী: মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ বলেছেন, পুষ্টি চাহিদা পূরণে পশু খামারের সংখ্যা আরো বাড়াতে হবে। গবেষণার মাধ্যমে প্রাণিসম্পদের সমস্যা সমাধানে প্রত্যন্ত অঞ্চলের মানুষের ভাগ্য পরিবর্তনে এগিয়ে আসতে হবে।


  
প্রতিমন্ত্রী বুধবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার রাজাবাড়ী হাটে অবস্থিত আঞ্চলিক কৃত্রিম প্রজনন গবেষণাগার কেন্দ্র পরিদর্শনকালে একথা বলেন।

পরিদর্শনকালে ল্যাবের কিছু সমস্যার কথা যেমন ল্যাবের সীমানা প্রাচীর নেই, সৃষ্ট কোনো কর্মকর্তার পদ নেই বলে সহকারী পরিচালক (এপি) মো. ফজলুল কাদের মল্লিক প্রতিমন্ত্রীকে অবহিত করেন।  

এছাড়া রাজশাহীর জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের কর্মকর্তা এ ল্যাবের দায়িত্ব পালন করেন। প্রতিমন্ত্রী সব সমস্যা দ্রুত সমাধানের আশ্বাস দেন। তবে ল্যাবের উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী বলেন, হিমায়িত প্রজননের মাধ্যমে গরুর উৎপাদন বাড়াতে কৃষকদেরকে এ বিষয়ে আরো বেশি অবহিত করতে হবে। পুষ্টি চাহিদা পূরণে দুধ, মাংস ও মৎস্যের উৎপাদন বাড়াতে হবে।  

তিনি বলেন, পশু খামারিরা হিমায়িত প্রজননের মাধ্যমে পশু উৎপাদনে যাতে আরো উদ্যোগী হয়ে ওঠেন সে ব্যাপারে তাদেরকে প্রয়োজনীয় তথ্য ও সেবা প্রদান করতে হবে।  

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, ২০৪১ সালের মধ্যে দেশের সব মানুষের পুষ্টি চাহিদা পূরণের লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।  

এ সময় রাজশাহী বিভাগের জেলা ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৬
এসএস/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।