ঢাকা, শুক্রবার, ২৭ বৈশাখ ১৪৩১, ১০ মে ২০২৪, ০১ জিলকদ ১৪৪৫

জাতীয়

কবিরহাটে গণপিটুনিতে ডাকাত নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬৩৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
কবিরহাটে গণপিটুনিতে ডাকাত নিহত

নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে গণপিটুনিতে সাহাব উদ্দিন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট উপজেলার সোন্দলপুর ইউনিয়নে গণপিটুনিতে সাহাব উদ্দিন (৩৫) নামে এক ডাকাত নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সকালে নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত সাহাব উদ্দিন সদর উপজেলার মধ্যম চরদিয়া গ্রামের আনার আহমদের ছেলে।

স্থানীয়রা বাংলানিউজকে জানান, বুধবার দিনগত রাত সাড়ে ৩টার দিকে আট-১০ জনের একদল ডাকাত সোন্দলপুর ইউনিয়নের চবিরপাইক গ্রামের তৌশিলদার বাড়ি ও দালাল বাড়িতে ডাকাতি করে চলে যাচ্ছিল। টের পেয়ে স্থানীয় মসজিদের মাইকে ডাকাতির বিষয়টি জানানো হলে গ্রামের লোকজন একত্রিত হয়ে ডাকাত দলকে ধাওয়া করে। এসময় বাকিরা পালাতে পারলেও সাহাব উদ্দিন নামে ওই ডাকাত স্থানীয়দের হাতে ধরা পড়েন। পরে জনগণ তাকে গণপিটুনি দিলে তিনি গুরুতর আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তার মৃত্যু হয়।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোক্তার হোসেন গণপিটুনিতে বাংলানিউজকে জানান, এ ঘটনায় মামলা দায়ের করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১২৩৬ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।