ঢাকা, বুধবার, ১২ আষাঢ় ১৪৩১, ২৬ জুন ২০২৪, ১৮ জিলহজ ১৪৪৫

জাতীয়

প্রশ্ন ফাঁসের ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে অানতে পেরেছি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
প্রশ্ন ফাঁসের ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে অানতে পেরেছি শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ

প্রশ্ন ফাঁসের ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে অানতে পেরেছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এজন্য অাইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।

ঢাকা: প্রশ্ন ফাঁসের ঘটনা সম্পূর্ণ নিয়ন্ত্রণে অানতে পেরেছি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এজন্য অাইন-শৃঙ্খলা বাহিনীকে ধন্যবাদ জানিয়েছেন মন্ত্রী।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) বেলা পৌনে ১টার দিকে জেএসসি-জেডিসির ফল উপলক্ষে সচিবালয়ে সংবাদ সম্মেলনে মন্ত্রী এ কথা বলেন।

এতে উপস্থিত রয়েছেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বিভাগের সচিব মো. সোহরাব হোসাইন, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. অালমগীরসহ বিভিন্ন বোর্ডের চেয়ারম্যানরা।

বাংলাদেশ সময়: ১৩০০ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
এমআইএইচ/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।