হিলি (দিনাজপুর): দিনাজপুরের হিলিতে পুকুরের মাটি খননের সময় একটি অবিস্ফোরিত গ্রেনেড উদ্ধার করেছে হাকিমপুর থানা পুলিশ।
বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) দুপুরে উপজেলার বিষাপাড়া গ্রামের আব্দুল মান্নান মণ্ডলের পুকুর থেকে গ্রেনেডটি উদ্ধার করে পুলিশ।
হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আব্দুস সবুর বাংলানিউজকে জানান, বৃহস্পতিবার দুপুরে বিষাপাড়া গ্রামের আব্দুল মান্নানের পুকুরে মাটি কাটছিলেন শ্রমিকরা। এ সময় শ্রমিকরা মাটির মধ্যে গ্রেনেডটি দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থল থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
ধারণা করা হচ্ছে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানী হানাদার বাহিনীরা হয়তবা গ্রেনেডটি ফেলেছিল।
বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৬
আরএ