ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

সরাইলে সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭২৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
সরাইলে সংঘর্ষ, ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ সরাইলে দুই গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ

ব্রাক্ষ্মণবাড়িয়া: ব্রাক্ষ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় কুট্টাপাড়া ও খাটিহাতা গ্রামের লোকজনের মধ্যে সংঘর্ষ চলছে। এতে দুই গ্রামের মধ্যবর্তী ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে সংঘর্ষ শুরু হয়। দফায় দফায় চলা এ সংঘর্ষের কারণে মহাসড়কের প্রায় দুই কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

দুপুর সোয়া ১টার দিকে সরাইল হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল হক বাংলানিউজকে জানান, দুই গ্রামের লোকজনের মধ্যে এখনো সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩২৩ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
এজি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।