ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঠাকুরগাঁওয়ে কিশোরীদের সাইক্লিং

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
ঠাকুরগাঁওয়ে কিশোরীদের সাইক্লিং ঠাকুরগাঁওয়ে কিশোরীদের সাইক্লিং-ছবি: বাংলানিউজ

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে বাল্যবিয়ে, যৌতুক, ইভটিজিং, মাদকাসক্তি ও জঙ্গিবাদ বিরোধী কিশোরীদের সাইক্লিং কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এ কর্মসূচি আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা ইকো-সোস্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ইএসডিও।

শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে ঠাকুরগাঁও কেন্দ্রীয় শহীদ মিনারে এ কর্মসসূচি উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশ রংপুর রেঞ্জের অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির।

পরে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে কিশোরীরা সাইকেল চালিয়ে জেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে জেলার ১০৯ কিলোমিটার এলাকা জুড়ে সাইকেল চালায় তারা।

এসময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার ফারহাত আহমেদ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পরিচালক তুষার বিন ইউনুস, পিকেএসএফের উপ-ব্যবস্থাপক আবদুল কুদ্দুস, ইএসডিওর নির্বাহী পরিচালক ড. মুহাম্মদ শহীদ উজ জামান ও অনুষ্ঠান কর্মসূচির আহ্বায়ক সেলিমা আক্তার প্রমুখ।

কর্মসূচিতে জেলা ও উপজেলার সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, গণমাধ্যম কর্মী, সিভিল সোসাইটি, শিক্ষক-শিক্ষার্থীসহ প্রায় ২০ হাজার মানুষ অংশ নেন।

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০১৬
আরবি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।