রোববার (১ জানুয়ারি) দিনগত রাত থেকে সোমবার সকাল পর্যন্ত সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিয়ার রহমান জানান, ঘটনার পর থেকে সোমবার সকাল পর্যন্ত মোট ৩২ জনকে আটক করা হয়ছে।
তবে তদন্তের স্বার্থে আটক ব্যক্তিদের কারও নামপরিচয় জানাননি ওসি।
রোববার (১ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ৮টায় লিটনের বড় বোন তাহমিদা বুলবুল কাকলী বাদী হয়ে চার-পাঁচজনকে অজ্ঞাতপরিচয় আসামি করে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।
শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নে শাহবাজ এলাকায় নিজ বাড়িতে আততায়ীদের গুলিতে আহত হন মঞ্জুরুল ইসলাম লিটন এমপি। গুরুতর আহতাবস্থায় তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে চিকিৎসক অধ্যাপক ডা. বিমল কুমার তাকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
বিএসকে/আরএ