আজগর নওগাঁর সাপাহার উপজেলার পারহাফানিয়া গ্রামের লালচাঁদ আলীর ছেলে।
বিজিবি জানায়, ২০১৫ সালের ১৮ সেপ্টেম্বর সাপাহার সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করলে অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুর্শিদাবাদ পুলিশ আটক করে আজগরকে।
পতাকা বৈঠকে ভারতের পক্ষে নেতৃত্ব দেন বিএসএফের গেদে কোম্পানি কমান্ডার তারা দত্ত ও ইন্সপেক্টর অমিত দাস। বিজিবির পক্ষে নেতৃত্ব দেন দর্শনা কোম্পানি কমান্ডার সুবেদার তোফাজ্জেল হোসেন ও আইসিপি বিজিবি ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার খলিলুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন-হাবিলদার ইকবাল হোসেন, দর্শনা তদন্ত কেন্দ্রের ইনচার্জ শোনিত কুমার গায়েন ও দর্শনা ইমিগ্রেশন পুলিশের ইনচার্জ শেখ মাহাবুব।
বাংলাদেশ সময়: ১৫২৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
আরবি/আরএ