এদিকে, বোমা সদৃশ বস্তুটি শনাক্ত এবং উদ্ধারে রংপুর সেনাবাহিনীর বিভাগীয় একটি দল ঘটনাস্থলের উদ্দেশে রওনা দিয়েছে।
বামনডাঙ্গা স্টেশন মাস্টার হাইয়ুল মিয়া বাংলানিউজকে জানান, আধাবেলা (দুপুর ২টা পর্যন্ত) হরতালের কারণে বামনডাঙ্গা স্টেশনে আটকে থাকা বগুড়া মেইল ট্রেনের নিচে সকাল ১১টার দিকে বোমা সদৃশ একটি বস্তু পাওয়া যায়।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। রংপুর বিভাগীয় সেনাবাহিনীর বোম ধ্বংসকারী একটি দল বামনডাঙ্গার উদ্দেশে রওনা দিয়েছে। তারা এসেই বস্তুটিকে শনাক্তসহ উদ্ধার করবেন।
বাংলাদেশ সময়: ১৬০৩ ঘণ্টা, জানুয়ারি ০২, ২০১৭
বিএসকে/আরএ
** বামনডাঙ্গা স্টেশন থেকে বোমা উদ্ধার, ট্রেন চলাচল বন্ধ