টাঙ্গাইল ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) মো. রফিকুল ইসলাম সরকার বাংলানিউজকে জানান, পুলিশ সুপারের নির্দেশে এক বছরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ত্রুটিপূর্ণ ও ফিটনেসবিহীন যানবাহনের মালিকের কাছ থেকে ৯৫ লাখ ৯২ হাজার ৭৫০ টাকা রাজস্ব আদায় করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এ সময় ১২ হাজার ছয়টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়।
অভিযানে পুলিশ বাস, ট্রাক, সিএনজি ও মোটরসাইকেলসহ পাঁচ হাজার ৮৫১টি বিভিন্ন ধরনের যানবাহন আটক করা হয়। এ অভিযান অব্যাহত রয়েছে।
বাংলাদেশ সময়: ১৬০৭ ঘণ্টা, জানুয়ারি ০১, ২০১৭
এনটি/আরএ