ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বরগুনায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৪৩ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
বরগুনায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা বরগুনায় ৩ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা

বরগুনা: বরগুনায় তিন দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) সকাল ১০টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলা উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার মো. গাউস।

এরপর জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। যা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ মেলা মাঠে গিয়ে শেষ হয়।

জেলা প্রশাসন এ মেলার আয়োজন করেছে। এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বরগুনা জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক ও আইসিটি) মো. নুরুজ্জামান, জেলা পুলিশ সুপার বিজয় বসাক, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন হাওলাদার ও জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবদুর রশিদ।
মো. তারিক বিন আনসারি সুমনের সঞ্চালনায় এ সময় অনেকের মধ্যে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজহারুল ইসলাম, রেভিনিউ ডেপুটি কালেক্টর (আরডিসি) মো. সাজেদুল ইসলাম, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) মো. রাশেদুল হাসান, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওয়াসিকুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মেহেরুন্নাহার মুন্নি, বরগুনা হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতালের অধ্যক্ষ ডা. মো. আবুল কালাম আজাদ, মেলার স্টল কমিটির সদস্য বাবু সুখ রঞ্জন শীল উপস্থিত ছিলেন।

এ মেলায় উন্মুক্ত কুইজ ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
মেলায় জেলা প্রশাসনসহ বিভিন্ন প্রতিষ্ঠানের ৬৪টি স্টল স্থান পেয়েছে।

বাংলাদেশ সময়: ১৬৩৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।