ঢাকা, শুক্রবার, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২, ২৩ মে ২০২৫, ২৫ জিলকদ ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি মোস্তফা ফারুকের জানাজা অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪:১১, জানুয়ারি ৫, ২০১৭
সাবেক এমপি মোস্তফা ফারুকের জানাজা অনুষ্ঠিত সাবেক এমপি মোস্তফা ফারুকের জানাজা অনুষ্ঠিত/ছবি-বাংলানিউজ

ঢাকা: সাবেক সংসদ সদস্য (এমপি), মন্ত্রী ও রাষ্ট্রদূত মোস্তফা ফারুক মোহাম্মদের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) দুপুরে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় তার জানাজা অনুষ্ঠিত হয়।

নবম জাতীয় সংসদে আওয়ামী লীগ থেকে নির্বাচিত সাবেক এ সংসদ সদস্য বুধবার (০৪ জানুয়ারি) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

জানাজা শেষে রাষ্ট্রপতির পক্ষে রাষ্ট্রপতির সহকারী সামরিক সচিব, প্রধানমন্ত্রীর পক্ষে প্রধানমন্ত্রীর সামরিক সচিব, স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী, চিফ হুইপের পক্ষে হুইপ মো. শাহাব উদ্দিন, বিরোধীদলীয় নেতার পক্ষে বিরোধীদলীয় হুইপ মো. নূরুল ইসলাম ওমর, পররাষ্ট্রমন্ত্রীর পক্ষে পররাষ্ট্র সচিব মরহুমের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

এরআগে মোস্তফা ফারুকের কর্মময় জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণ করা হয়।

জানাজা পরিচালনা করেন সংসদ সচিবালয় মসজিদের মোয়াজ্জিন মাওলানা মো. আবু রায়হান। পরে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করা হয়।

সংসদের হুইপ, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ অন্যরা জানাজায় অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০১১ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭

এসএম/এএটি/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।