ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রাজধানীর ৬ রেস্টুরেন্টকে ৩ লাখ ৪১ হাজার টাকা জরিমানা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩২ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
রাজধানীর ৬ রেস্টুরেন্টকে ৩ লাখ ৪১ হাজার টাকা জরিমানা

ঢাকা: ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে রাজধানীতে ছয়টি রেস্টুরেন্টকে তিনলাখ ৪১ হাজার টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন-৫), ঢাকা উত্তর সিটি করপোরেশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।

বৃহস্পতিবার (৫ জানুয়ারি) দুপুরে এপিবিএন-৫ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

এপিবিএন-৫ এর সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ এ অভিযান পরিচালনা করেন।

এপিবিএন-৫ এর অপারেশন্স অফিসার সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান রুবেল জানান, মহাখালীতে ঘরোয়া হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খাবারের মূল্য তালিকা প্রদর্শন না করা, অবৈধভাবে খাবার তৈরি করায় ব্যবস্থাপক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা, খাবার-দাবার হোটেলের ব্যবস্থাপক রুহুল আমিনকে ৯০ হাজার টাকা, আল ইসমাইল হোটেলের ব্যবস্থাপক আবু বক্করকে ২৫ হাজার টাকা ও একই অপরাধে হোটেল লাকীর ব্যবস্থাপক রাকিব হোসেনকে ২৫ হাজার টাকা জরিমানা করেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার।

তিনি আরও জানান, উত্তরায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি করে পরিবেশন করায় বুকেট ম্যনুর ব্যবস্থাপক নুর মোহাম্মদকে এক লাখ টাকা, রাত্তাতাউলির ব্যবস্থাপক মো. লুৎফর রহমানকে ৫১ হাজার টাকা জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের উপ-পরিচালক (উপ-সচিব) মো. আব্দুল মজিদ।

প্রতিষ্ঠানগুলোকে সর্বমোট তিন লাখ ৪১ হাজার টাকা জরিমানা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় এপিবিএন-৫ এর ভেজালবিরোধী অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানান সাইদুর রহমান।

বাংলাদেশ সময়: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।