ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

মক্কায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০০ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
মক্কায় নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম

টাঙ্গাইল: বৃহস্পতিবার (৫ জানুয়ারি) মক্কায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে ছয় বাংলাদেশি নিহত হয়েছেন। এদের মধ্যে চারজনের বাড়িই টাঙ্গাইলে। দুর্ঘটনার খবর পাওয়ার পর থেকে নিহতদের বাড়িতে চলছে শোকের মাতম।

 

টাঙ্গাইল সদর উপজেলার কাতুলি ইউনিয়নের আলোকদিয়া গ্রামের মো. আব্দুল সবুর ব্যাপারির ছোট ছেলে মো. শরিফ উদ্দিন (২০), পাঁচ বোন ও দুই ভাইয়ের মধ্যে ৬ নম্বর ছিল সে। অভাবের সংসারে এসএসসি পাশ করার পর সংসারের হাল ধরতে পারি দেয় বিদেশে।

ধারদেনা করে ১১ মাস আগে লেবার পোস্টে চাকরির সন্ধানে সৌদি আরব যায়। চাকরিরত অবস্থায় বাড়ির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়ে প্রাণ হারায় সে।
শুধু শরিফ নয় শরিফের মত টাঙ্গাইলের আরো তিন জন মারা যায়। তারা হলেন, ঘাটাইল উপজেলার পেচার আটা গ্রামের নান্নু মিয়ার ছেলে আরিফ হোসেন, একই উপজেলার দেওপাড়া গ্রামের সিকদার পতার ছেলে হানিফ ও মাটিয়াটা গ্রামের চাঁন মাসুদের ছেলে শহিদুল ইসলাম।

এদিকে, নিহতদের মরদেহ ফিরে পেতে স্বজনদের মধ্যে চলছে আহাজারি। তারা দাবি করেন, সন্তানদের মরদেহ যেন বাংলাদেশে তাদের কাছে ফিরিয়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ২০৫৬ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।