ঢাকা, শনিবার, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ৩০ নভেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কটিয়াদীতে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৪ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০১৭
কটিয়াদীতে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত কটিয়াদীতে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত-ছবি: বাংলানিউজ

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার চান্দুপ‍ুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে ঐতিহ্যবাহী ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এসময় গ্রামীণ এ খেলা দেখতে হাজারো মানুষের ঢল নামে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) বিকেলে দূর্গাপুর যুব সংঘ এ প্রতিযোগিতার আয়োজন করে।

এতে প্রধান অতিথি ছিলেন-কিশোরগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য মেজর (অব.) মো. আক্তারুজ্জামান রঞ্জন।

এসময় উপস্থিত ছিলেন-চান্দপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহতাব উদ্দিন, বাবুল মিয়া, সাজ্জাদ হোসেন সাজন।

কটিয়াদীতে ঘৌড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত-ছবি: বাংলানিউজঘৌড়দৌড় প্রতিযোগিতায় ছোট বড় দু’টি গ্রুপে ১৩ জন প্রতিযোগী অংশগ্রহণ করে। খেলা শেষে ছোট গ্রুপে শুভ প্রথম স্থান অর্জন করে এবং বড় গ্রুপে মাসুদ প্রথম স্থান অর্জন করে।

বাংলাদেশ সময়: ২১০২ ঘণ্টা, জানুয়ারি ০৫, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।