ঢাকা, শুক্রবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৯ নভেম্বর ২০২৪, ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ছাত্রী অপহরণের পর ছবি ছড়িয়ে দেওয়া বখাটে অধরা 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১২ ঘণ্টা, ডিসেম্বর ৯, ২০১৭
ছাত্রী অপহরণের পর ছবি ছড়িয়ে দেওয়া বখাটে অধরা 

ময়মনসিংহ: ময়মনসিংহের গৌরীপুরে দশম শ্রেণির এক ছাত্রীকে অপহরণের পর আপত্তিকর ছবি তুলে ছড়িয়ে দেওয়ার ঘটনায় অভিযুক্ত বখাটে দেলোয়ার ও তার সহযোগীকে এখনও ধরতে পারেনি পুলিশ।

উল্টো বখাটেদের হুমকি-ধমকিতে স্কুলে যাওয়া আসা বন্ধ রয়েছে ওই স্কুল ছাত্রীর ৪ ভাই-বোনেরও। এ ঘটনায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটির সদস্যরা।

 

ভুক্তভোগী পরিবার ও পুলিশ সূত্র জানায়, উপজেলার সহনাটি ইউনিয়নের হতিহর গ্রামের জনৈক একব্যক্তির মেয়েকে দীর্ঘদিন ধরে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল স্থানীয় বখাটে দেলোয়ার। কিন্তু ওই স্কুল ছাত্রী প্রস্তাবে সাড়া না দেওয়ায় গত ২৯ নভেম্বর তাকে অপহরণ করে দেলোয়ার ও তার সহযোগীরা।

পরে ওই ছাত্রীর ডাক চিৎকারে এগিয়ে এসে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে দেলোয়ারসহ ২ জনকে আসামি করে একটি মামলা করেন।

তবে মামলা দায়েরের পরেও শনিবার (০৯ ডিসেম্বর) পর্যন্ত বখাটে দেলোয়ার কিংবা তার সহযোগীকে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।  

স্থানীয় সাংবাদিকদের কাছে ওই স্কুল ছাত্রীর বাবা অভিযোগ করেন, অপহরণের পর তার মেয়ের সঙ্গে জোরপূর্বক বিভিন্ন আপত্তিকর ছবি তুলে দেলোয়ার ও বখাটেরা বিভিন্ন মোবাইল ফোনে ছড়িয়ে দেয়। এমনকি মামলা তুলে নিতে একের পর এক হুমকি দিয়ে যাচ্ছে তারা। তাদের হুমকি-ধমকিতে তার ৪ সন্তান স্কুলে যাওয়া-আসা করতে পারছে না।  

তবে এ বিষয়ে গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বাংলানিউজকে জানান, ঘটনার পর পরই আমরা মামলা নিয়েছি। বখাটে দেলোয়ার ও তার সহযোগী পলাতক রয়েছে। তাদের গ্রেফতার করতে পুলিশের জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।  

তবে বখাটেদের হুমকিতে ওই ছাত্রীসহ তার ৪ ভাই-বোন স্কুলে যেতে পারছে না-এমন অভিযোগের কোনো ভিত্তি নেই বলে দাবি করেন ওসি।

তিনি বলেন, বখাটেরা তো এলাকাতেই নেই, তারা কীভাবে স্কুলে যেতে বাধা দিবে? 

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, ডিসেম্বর ০৯, ২০১৭
এমএএএম/এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।