ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে যুবক নিহত

ঢাকা: রাজধানীর বাড্ডায় গুলিবিদ্ধ হয়ে উজ্জল সরকার (৩২) নামে এক যুবক নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উজ্জল মেরুল বাড্ডার আনন্দনগর এলাকার আব্দুল আওয়ালের ছেলে।

তিনি ওই এলাকার ইমান আলী চায়ের দোকানের পাশের একটি ৫ম তলা বাসার ৩য় তলায় বসবাস করতেন।

প্রতিবেশী সুমন ব্যাপারী বাংলানিউজকে জানান, ওই বাসার ৩য় তলায় গুলির শব্দ পেয়ে ছুটে গেলে উজ্জলকে গুলিবিদ্ধ অবস্থায় দেখতে পাওয়া যায়। পরে তাকে উদ্ধার করে ঢামেকে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের জের ধরে আত্মহত্যা করার জন্য উজ্জল নিজে নিজেই গুলিবিদ্ধ হয়েছেন।

ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ঢামেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৪৬ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এজেডএস/টিএ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।