ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

রংপুরে ১০ জয়িতাকে সংবর্ধনা 

বেরোবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৪ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
রংপুরে ১০ জয়িতাকে সংবর্ধনা  ১০ জয়িতাকে সংবর্ধনা

রংপুর: আন্তজার্তিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে রংপুরে ১০ জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 

মঙ্গলবার (১২ ডিসেম্বর) রংপুর জেলা প্রশাসকের (ডিসি) সভা কক্ষে এ সংবর্ধনা দেওয়া হয়।

অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভীনের সভাপতিত্বে প্রধান অতিথি বক্তব্য রাখেন জেলা প্রশাসক (ডিসি) মুহাম্মদ ওয়াহেদুজ্জামান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন- জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক জেলা পরিষদ প্রশাসক মমতাজ উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তৌহিদুর রহমান টুটুল।

সভায় বক্তারা নারী নির্যাতনে করণীয় ও বেগম রোকেয়ার কর্মময় জীবনের নানা দিক আলোচনা করেন।

আলোচনা শেষে বিভিন্ন ক্ষেত্রে অনন্য অবদানের স্বীকৃতি স্বরূপ জেলা ও  বিভিন্ন উপজেলার নির্বাচিত ১০ জন জয়িতাকে সংবর্ধনা দেওয়া হয়।

এসময় বাংলাদেশ সময়: ১৯১০ ঘণ্টা, ডিসেম্বর ১২, ২০১৭
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।