ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

জয়পুরহাটে হানাদার মুক্ত দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
জয়পুরহাটে হানাদার মুক্ত দিবস পালন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

জয়পুরহাট: জয়পুরহাটে হানাদার মুক্ত দিবস পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) সকাল ১০টায় এ উপলক্ষে জয়পুরহাট জেলা প্রশাসনের উদ্যোগে পাগলা দেওয়ান বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

পরে জেলা প্রশাসক মোকাম্মেল হকের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট সামছুল আলম দুদু, পুলিশ সুপার রশীদুল হাসান, সিভিল সার্জন আহসান হাবীব তালুকদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসএম সোলায়মান আলী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আমজাদ হোসেনসহ স্থানীয়রা।

সভায় বক্তারা অবিলম্বে সকল যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে ফাঁসির দাবি জানান।

এই দিনে সাবেক কমান্ডার প্রয়াত মুক্তিযোদ্ধা খন্দকার আছাদুজ্জামান বাঘা বাবলুর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা তৎকালীন ডাক বাংলো মাঠে স্বাধীনতার পতাকা উত্তোলন করে জয়পুরহাটকে শত্রু মুক্ত ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৫৫২ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।