ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র অবহিতকরণ সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫৪ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
লক্ষ্মীপুরে ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন’র অবহিতকরণ সভা সভায় সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদ। ছবি: বাংলানিউজ

লক্ষ্মীপুর: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) উপলক্ষে লক্ষ্মীপুরে অবহিতকরণ সভা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুরে জেলা সিভিল সার্জন কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোস্তফা খালেদ আহমদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন জেলা পরিবার পরিকল্পনা উপ-পরিচালক ও বাংলাদেশ মেডিক্যাল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. আশফাকুর রহমান মামুন, সহকারী পুলিশ সুপার (সার্কেল) খন্দকার গোলাম শাহনেওয়াজ, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নিজাম উদ্দিন, জাতীয় পুষ্টি কার্যক্রমের ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার নাজমুল হাসান, ডা. রাসেল আহমদ ও কমলনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল হাসান প্রমুখ।

 

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ২৩ ডিসেম্বর জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন (২য় রাউন্ড) অনুষ্ঠিত হবে। এতে জেলায় ১৫৩৪ টি কেন্দ্রে ৬ থেকে ১১ মাস বয়সী ৩০ হাজার ৩৭০ জন ও ১২ থেকে ৫৯ মাস বয়সী দুই লাখ ৫৩ হাজার ৫২৪ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় ৩ হাজার ৮৮১ স্বেচ্ছাসেবক, ৪ হাজার ৫৯৫ জন কর্মী ও ১৮৯ জন সুপারভাইজার কাজ করবেন।

বাংলাদেশ সময়: ১৭৫১ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।