ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বুদ্ধিজীবী দিবসে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৩ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
বুদ্ধিজীবী দিবসে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

লক্ষ্মীপুর: শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে লক্ষ্মীপুরে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে জেলা শিশু একাডেমির উদ্যোগে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।  
 
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আবদুল্লাহ আল জব্বার বাংলানিউজকে বলেন, দিবসটি উপলক্ষে আয়োজিত চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিষয় ছিল ‘শহীদ বুদ্ধিজীবী দিবস’।

এতে জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠানের ১ম শ্রেণি থেকে ১০ম শ্রেণির প্রায় দুই শতাধিক ছাত্র-ছাত্রী অংশ নেয়।  

প্রতিযোগিতায় বিজয়ীদের শনিবার (১৬ ডিসেম্বর) আদর্শ সামাদ উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত বিজয় মেলার সাংস্কৃতিক অনুষ্ঠানে পুরস্কার বিতরণ করা হবে বলে জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৭
এসএস/এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।