ঢাকা, বৃহস্পতিবার, ১২ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

কুবি’র শিক্ষার্থীবাহী বাসে হামলায় আহত ১০

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৭ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
কুবি’র শিক্ষার্থীবাহী বাসে হামলায় আহত ১০ কুবি’র শিক্ষার্থীবাহী বাসে হামলায় আহত ১০

কুবি: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) শিক্ষার্থীবাহী বাসে সন্ত্রাসীদের হামলায় অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (১৭ ডিসেম্বর) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী বেশ কয়েকটি বাসে এ হামলার ঘটনা ঘটে।

জানা যায়, বিশ্ববিদ্যালয় থেকে শহরগামী ৯টার বাস দৌলতপুর চৌরাস্তায় পৌঁছালে একটি মোটরসাইকেল পেছন থেকে পাশ কাটিয়ে যেতে না পেরে ক্ষিপ্ত হয়ে বাস চালককে গালি দেয়।

বাস চালক সুমন চন্দ্রদাস প্রতিবাদ করায় তাকে গাড়ি থেকে নামিয়ে মোটরসাইকেল আরোহী শান্ত (৩০) ও জালাল (২৫) মারধর করেন। এসময় অন্য বাস চালক ও হেলপাররা এগিয়ে গেলে তাদেরও তারা মারধর করে মোবাইল ও মানিব্যাগ নিয়ে যায়। খবর পেয়ে প্রক্টোরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের সহযোগিতায় মোটরসাইকেল জব্দ ও একজনকে আটক করে এবং বাকিরা পালিয়ে যায়। অন্য হামলাকারীরা হলেন- মদিনগরের আরিফুল ইসলাম (২৪), রাকিব (২৫), রনি (২৫)।

এ বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন বাংলানিউজকে বলেন, বিষয়টি আমি জেনেছি এবং আহতদের লিখিত দিতে বলেছি। দোষীদের শাস্তির জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

রেজিস্ট্রার মো. মজিবুর রহমান মজুমদার বাংলানিউজকে বলেন, আমরা মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছি। দ্রুত এ 
ঘটনায় কার্যকরী ব্যবস্থা নেওয়া হবে।

কোটবাড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাংলানিউজকে বলেন, আমরা এখনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪১৬ ঘণ্টা, ডিসেম্বর ১৭, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।